
ফেব্রুয়ারি মাস ভাষা দিবসের মাস। বাংলা ভাষার সম্মান রক্ষার জন্যে যে শহীদরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মরণ করবার মাস। ২১শে ফেব্রুয়ারির মাস। সেই উপলক্ষ্যেই এই বিশেষ রচনা।
এই তেত্রিশ বছর আমেরিকায় থাকার পরে বাংলা বর্ণমালা আমার মনে থেরাপির কাজ করে। আর পশ্চিমবাংলায়, কলকাতায় এখন বাংলা বর্ণমালা ঠিকমতো বলতে পারে, এমন ছেলেমেয়ের সংখ্যা হাতে গোণা যায়। বানান বা ব্যাকরণের কথা তো আর তুললামই না। সেটা একটা স্ক্যান্ডালে পরিণত হয়েছে এখন। কিন্তু, তার জন্যে নতুন প্রজন্মকে দোষ দিয়ে লাভ নেই। আমরা তাদের শেখাইনি। বাংলা ভাষার প্রতি গর্ব অনুভব করিনি কখনো তেমন করে। বাংলা ভাষার হাজার বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস আমরা তাদের পড়াইনি। এখন দুই বাংলাতেই দেখি, ভুল বানানে বাংলা লেখা হয়। এবং, সেসব লেখা সোশ্যাল মিডিয়াতে বাহবাও পায়।
Continue reading “রবীন্দ্রনাথ ও বাংলা ভাষার অবলুপ্তি।”